আমবাসা, ১৯ অক্টোবর : ভূয়া ডাক্তারের প্রাইভেট চেম্বারে হানা দিল ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোল এর আধিকারিকরা। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটায়। অভিযুক্ত ভূয়া ডাক্তারের নাম প্রসন্ন দাস। পালিয়ে গা ঢাকা দিয়েছে প্রসন্ন দাস।
রাজ্যের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে ডাক্তারের পরিচয় দিয়ে প্রাইভেট চেম্বার এর মাধ্যমে রোগীদের বোকা বানিয়ে মোটা অংকের অর্থ কামাই বাণিজ্যে লেগে রয়েছে একাংশ প্রতারকরা। এর আগেও একাধিক জায়গায় প্রশাসনের পক্ষ থেকে ভূয়া ডাক্তারের ডেরায় হানা দেওয়া হয়েছিল। ঠিক একই ভাবে শনিবার দুপুরে লংতরাইভ্যালী মহকুমার অন্তর্গত ছৈলেংটা এলাকায় অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে প্রসন্ন দাস নামে এক ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে এলাকার সাধারণ রোগীদেরকে বোকা বানিয়ে ভুল চিকিৎসা করে আসছিল।
প্রসন্ন দাস নামে এই যুবক এর বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে। কিন্তু তারপরেও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে গোপনভাবে চেম্বার খুলে সেখানে রোগীদের চিকিৎসা করে আসছিল। অনেকেই বুঝতে পারেনি আসলে প্রসন্ন দাস কোন ডাক্তার নয়। সেই সংবাদ যায় ধলাই জেলার ড্রাগ কন্ট্রোলারের অফিসে। খবর পেয়ে শনিবার দুপুরে ড্রাগ কন্ট্রোলারের আধিকারিকরা ছৈলেংটাস্থিত প্রসন্ন দাসের ডেরায় অভিযান চালায়। অভিযানের টের পেয়ে প্রসন্ন দাস পালিয়ে যায়। তার চেম্বারে অভিযান চালিয়ে বৈধ কোন নথিপত্র পায়নি অভিযানকারী দলটি।