নকল দলিলে নয় কোটি টাকায় জমি বিক্রি মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত

আগরতলা, ১৯ অক্টোবর : নকল দলিলের ভিত্তিতে জমি জালিয়াতি করে নয় কোটি টাকায় বিক্রির মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত৷ ধৃত ব্যক্তির নাম রাজেশ ত্রিপুরা৷ তাকে পশ্চিম আগরতলা থানার পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে৷ শনূিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ৷

ঘটনার বিস্তারিত জানিয়ে পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, ২০২৩ সালের ১২ জুলাই নয়াদিল্লীর ডিরেক্টর অব এডুকেশন মিশন নামে একটি সংস্থার কর্মকর্তা হিমাংশু বনসল পশ্চিম আগরতলা থানায় মামলা করেছিলেন৷ ওই মামলার নম্বর ১১১/২০২৩৷ মামলায় ছয়জনকে অভিযুক্ত করা হয়েছিল৷ তখন তদন্তকারী পুলিশ অফিসার ইনস্পেক্টর এল ডার্লং তিন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলেন৷ বাকি তিনজন পালিয়ে আত্মগোপন করে থাকে৷ অবশেষে গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে রাজেশ ত্রিপুরা আগরতলায় তার বাড়িতে অবস্থান করেছে৷ সেই মোতাবেক শুক্রবার রাতে রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে৷

এদিকে, রাজেশ ত্রিপুরা গ্রেফতার হওয়ার পর আগরতলা শহরের বেশ কয়েকজন ব্যবসায়ী পশ্চিম আগরতলা থানায় ছুটে যান৷ ব্যবসায়ীদের অভিযোগ রাজেশ ত্রিপুরা কয়েক লক্ষ টাকার ইলেক্ট্রনিক সামগ্রী ক্রয় করেছিল৷ সেই টাকা বকেয়া রয়েছে দীর্ঘদিন ধরে৷ তার সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়েছে ব্যবসায়ীরা৷ এখন ব্যবসায়ীরা তাদের বকেয়া টাকা ফেরত চাইছেন এবং প্রতারণার দায়ে রাজেশ ত্রিপুরাকে যেন আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *