গন্ডাছড়া, ১৯ অক্টোবর : ধলাই জেলার গন্ডাছড়ার ত্রিশকার্ড এলাকায় পাাথর বোঝাই লরি সহ ভেঙে পড়ল ব্রেইলি ব্রিজ। লরিটি জলে তলিয়ে গেলেও হতাহতের খবর নেই। স্থানীয় জনগণের দাবি ব্রেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধুকছে, কিন্তু পূর্ত দপ্তরের তরফে কোন হেলদোল নেই।
২০১৮সালের পর থেকেই ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বিভিন্ন রাস্তাঘাট এক অজানা কারণে যান চলাচল এবং লোকজনদের হাঁটাচলার অনুপযোগী হয়ে পড়ে। গন্ডাছড়া মহকুমায় যতগুলি ব্রেইলি ব্রিজ রয়েছে সবগুলি ব্রিজ মেরামত এবং রং করার নামে কাজ না করেই আমবাসার এক ঠিকাদার মোটা অংকের বিল হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ।
উল্লেখ্য, গন্ডাছড়া থেকে অমরপুর যেতে হলে মহকুমার ত্রিশকার্ড এলাকার ব্রেইলি ব্রিজ পাড় হতে হয়। ওই ব্রিজটি বেশ কয়েক মাস যাবৎ নড়বড়ে হয়ে পড়ে। স্থানীয়রা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহকুমা পূর্ত দপ্তরের কর্মকর্তাদের জানান। কিন্তু ত্রিশকার্ড এলাকার ওই ব্রেইলি ব্রিজটির মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে পূর্ত পাপে লোহার ব্রেইলি ব্রিজটি ভেঙে জলে তলিয়ে গেল পাথর বোঝাই ষোল চাকার একটি লরি।
ঘটনার বিবরণে জানা যায় শনিবার আনুমানিক বেলা পৌণে দুইটায় বহিঃরাজ্যের একটি ষোল চাকার লরি পাথর নিয়ে অমরপুর থেকে গন্ডাছড়া মহকুমার দিকে আসছিল। ওই পাথর বোঝাই গাড়িটি রামনগর বাজার পাড় হয়ে ত্রিশকার্ড এলাকার ব্রেইলি ব্রিজটিতে উঠতেই হুড়মুড়িয়ে ব্রিজটি ভেঙে পড়ে এবং গাড়িটি জলে তলিয়ে যায়। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন সহ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষনে পৌঁছে যায় পুলিশ, টি এস আর জওয়ান সহ আরক্ষা দপ্তরের অফিসাররা।
দুর্ঘটনায় হতাহতের কোন সংবাদ না থাকায় অনেকটা স্বস্তিতে এলাকাবাসী। তবে দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ত দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে বেজায় চটেছেন এলাকাবাসী। অভিযোগ পূর্ত দপ্তরের সব কয়টি কাজে মোটা অংকের টাকার বিনিময়ে ঠিকেদারদের ছাড় দিয়ে চলেছে পূর্ত কর্মকর্তারা। ফলে শনিবার গন্ডাছড়া মহকুমার ত্রিশকার্ড এলাকার ব্রেইলি ব্রিজ ভেঙে জলে তলিয়ে গেল ষোল চাকার লরি।