উদয়পুর, ১৮ অক্টোবর : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) উদয়পুর রমেশ চৌমুহনী শাখায় এক গ্রাহকের একাউন্ট থেকে টাকা উধাও। ব্যাঙ্ক কতৃপক্ষের কাছ থেকে কোন সদুত্তর না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করলেন ক্ষতিগ্রস্ত গ্রাহক।
জানা গিয়েছে, উদয়পুরের জামজুরির রাজধরগর এলাকার সুমন মিয়া রমেশ চৌমুহনীস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একজন গ্রাহক। শুক্রবার ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে দেখেন তাঁর একাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা উধাও। সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক শাখার আধিকারিকদের বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সদুত্তর দিতে না পারায় অবশেষে সুমন মিয়া রাধাকিশোর পুর থানার দারস্থ হন সুবিচারের আশায়।
সুমন মিয়া জানান, গত ১৫ই অক্টোবর পৌনে এগারটা নাগাদ তাঁর একাউন্ট থেকে ৫০ হাজার টাকা উধাও হয়ে গেছে। অথচ এই বিষয়ে তাঁর কাছে কোন মেসেজ অথবা ওটিপি আসেনি। সমস্ত কিছু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের অবহিত করা হলেও সঠিকভাবে কোন উত্তর না পাওয়ায় অবশেষে থানায় দারস্থ হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন থানা কর্তৃপক্ষ সঠিক তদন্ত করলে এই টাকা উধাও হওয়ার ঘটনার আসল রহস্য উদঘাটন হবে।