কলেজপড়ুয়া মেয়ের খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন অসহায় মা-বাবা

আগরতলা, ১৮ অক্টোবর : কলেজপড়ুয়া মেয়ের খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন অসহায় মা-বাবা। কলেজ পড়ুয়া মেয়ের খুনের আটদিন পর অভিযুক্ত খুনির শাস্তির দাবি ঘিরে গুঞ্জন।

জানা গিয়েছে, আটদিন পূর্বে জিরানীয়া থানার অধীন চম্পকনগর এলাকার চন্দন দেবনাথের কলেজ পড়ুয়া মেয়ে রূপালী দেবনাথকে তার মাসির বাড়ি চন্দ্রপুর থেকে অপহরণ করে নিয়ে যায় বিশালগড় মুড়াবাড়ি আশ্রমপাড়া এলাকার রূপম দাস নামে এক যুবক। পরিবারের অভিযোগ রূপম দাস তাদের মেয়েকে অপহরণ করে হাঁপানিয়ায় এক ভাড়া বাড়িতে নিয়ে রাখে। পরিকল্পিতভাবে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে খুন করা হয়। কারণ রূপালী রূপম দাসকে অবজ্ঞা করে আসছিল ও প্রেম প্রস্তাব খারিজ করেছিল। ঘটনার আটদিন পর মা বাবা অসহায় হয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযুক্ত খুনি রূপম দাসের সর্বাচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, চন্দন দেবনাথ এর কন্যা রূপালী দেবনাথ দীর্ঘদিন যাবত নিজ বাড়ি ছেড়ে বিশালগড় এসডিএম অফিস সংলগ্ন এলাকায় মামার বাড়িতে থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মুড়াবাড়ি আশ্রমপাড়া এলাকার রূপম দাস রূপালীকে উত্ত্যক্ত করত এবং কখনো কলেজে যেতে আবার কখনো মাস্টার বাড়ি যেতে জ্বালা যন্ত্রণা করত। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে পরবর্তী সময়ে বিশালগড়ের মামার বাড়ি থেকে রূপালীকে নিয়ে যায় নিজ বাড়িতে। কিন্তু সেখানে নিয়ে গেলেও মেয়েকে রূপম দাসের হাত থেকে রক্ষা করা যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *