খোয়াইয়ে স্বসহায়ক দলের উৎপাদিত সামগ্রী দেখে আপ্লূত কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা

খোয়াই, ১৭ অক্টোবর : বৃহস্পতিবার খোয়াই জেলার জেলা শাসকের কার্যালয়ে পর্যালোচনা বৈঠক শেষ করে তুলাশিখর ব্লকে স্বসহায়ক দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা।

এদিন স্বসহায়ক দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলা শাসক চাঁন্দনী চন্দ্রন, অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। পরবর্তীতে তুলাশিখরে টি আর এল এম (ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন) পরিচালিত মহিলাদের দ্বারা তৈরি বিভিন্ন সামগ্রী দেখে মুগ্ধ হন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী। একই সাথে তিনি দেখেন মহিলাদের দ্বারা তৈরি করা বিভিন্ন সামগ্রীগুলো। এর মধ্যে রয়েছে জনজাতি অংশের জনগণের চিরাচরিত পোশাক পাছড়া, রিসা এবং অন্যান্য গ্রামীণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি খাদ্য সামগ্রী।

এরপর বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা তুলাশিখরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। কর্মসূচিগুলি শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ডাবল ইঞ্জিনের সরকার হাতে হাত রেখে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে কাজ করে চলেছে। কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যে মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা আরো অনেক দূরে এগিয়ে যাবে বলেও আশা ব্যক্ত করে বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *