আগরতলা, ১৭ অক্টোবর : ত্রিপুরায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এই অভিযোগ তুলে আন্দোলনে নামতে চলেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করে বলেন, সারা রাজ্যে নৈরাজ্যের বাতাবরণ সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। আর মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যের আইনশৃঙ্খলার নাকি উন্নতি হয়েছে। কিন্তু সর্বভারতীয় স্তরে রিপোর্ট অনুযায়ী পরিসংখ্যানে এটা বলে না।
আশীষ কুমার সাহা জানান, ২ সেপ্টেম্বর থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত লক্ষ্য করে গেছে ৮ জন খুন এবং ৮ জন ধর্ষণের শিকার হয়েছে ত্রিপুরায়। এর সাথে রয়েছে বহু চুরি, ছিনতাই, ডাকাতি সহ অন্যান্য অপরাধমূলক ঘটনা। দুর্গাপূজা শুরু থেকে শেষ পর্যন্ত সারা রাজ্যে একটা আতঙ্কে পরিবেশ বিরাজমান। কারণ গত কয়েকদিন ধরে দেখা গেছে ও এন জি সি সংলগ্ন নেতাজি নগর এলাকায় মা-মেয়ে জোড়া খুন হয়েছে, তেলিয়ামুড়া থানা এলাকায় একটি মেয়ে পূজা দেখে বাড়ি ফেরার সময় ধর্ষণের শিকার হয়েছে, বিশালগড়ে দুর্গাপূজার দশমী ঘিরে মা ও ছেলে আক্রান্ত হয়েছে, বিশালগড় থানায় এলাকায় একটি দিব্যাঙ্গন নিয়ে ধর্ষণের শিকার হয়েছে। এসব বিষয় নিয়ে আগামী ২১ অক্টোবর থেকে রাস্তায় নামবে কংগ্রেস। এদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, যুবনেতা শাহজাহান ইসলাম প্রমুখ।