কৈলাসহরে নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গাড়ি পড়ল পুকুরে, নিহত এক যুবক, আহত এক

কৈলাসহর, ১৭ অক্টোবর : যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার কৈলাসহরের বলেহর এলাকায়।

জানা গিয়েছে, কৈলাসহরের জলাই গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড এলাকায় অবস্থিত বলেহর। বলেহর এলাকার যুবকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ টিআর০৪বি০২৬৫ নম্বরের ওয়াগনার গাড়িটি কৈলাসহর থেকে কুমারঘাটের দিকে যাচ্ছিল। গাড়িটি এতটাই দ্রুতবেগে যাচ্ছিল যে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরের জলে পড়ে যায়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ডুবন্ত গাড়িতে দুই যুবক ছিলেন। গ্রামবাসীরা ঘটনার সাথে সাথেই কৈলাসহরের দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সাথে নিয়ে ডুবন্ত ওয়াগনার গাড়ি থেকে দুইজনকে উদ্ধার করে। উদ্ধার হওয়া দুই যুবকের মধ্যে একজন মৃত। পরবর্তী সময়ে দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার হওয়া যুবকের মৃতদেহ এবং জখম হওয়া যুবককে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় বলে জানান বলেহর গ্রামের প্রত্যক্ষদর্শী যুবকরা।

ঘটনার পর ঊনকোটি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নির্মল দেববর্মা জানান, দমকল বাহিনীর কর্মীরা বলেহর এলাকা থেকে দুই যুবককে জেলা হাসপাতাল আনলেও একজন মৃত ছিল। মৃত যুবকের নাম লালমিধিকা ডার্লং। বয়স পঁয়ত্রিশ। গাড়ির চালক জোশেফ ডার্লংকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান চিকিৎসক নির্মল দেববর্মা। ঘটনাস্থলে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী রয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *