বিশালগড়, ১৬ অক্টোবর : দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিশালগড় থানাধীন মধ্য লক্ষ্মীবিল এলাকায় ধুন্ধুমার কান্ড। থানায় একাধিক অভিযোগ দাখিল। তদন্তের আশ্বাস দিয়েছে বিশালগড় থানার পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার মধ্য লক্ষ্মীবিল সরকার পাড়ার দুর্গামূর্তি নিরঞ্জনের সময় এলাকারই পাপাই চৌধুরী নামে এক যুবক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঝামেলা পাকিয়ে উশৃঙখল পরিস্থিতি সৃষ্টি কর। এমনকি হাতাহাতি করতে গিয়ে পড়ে গিয়ে নিজেই ব্যথা পায়। আক্রমণ করে পূজা প্রাঙ্গণের অনেককে। বুধবার পাপাই চৌধুরীর নামে এমনটাই অভিযোগ নিয়ে বিশালগড় থানার অফিসার ইনচার্জ এর কাছে অভিযোগ পত্র জমা করেন এলাকাবাসী।
অন্যদিকে পূজা প্রাঙ্গণে কিছু দুষ্কৃতি পাপাই চৌধুরী এবং পাপাই চৌধুরীর মাকে আক্রমণ করেছেন, এমনকি গুরুতর ভাবে পাপাই চৌধুরীকে এবং তার মাকে আহত করেছেন বলে অভিযোগ দায়ের করেন পাপাই চৌধুরী। এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষী নিরূপণ এবং শাস্তি প্রদানের জন্য অবিলম্বে বিশালগড় থানার পুলিশ যাতে ব্যাবস্থা নেয় সেই দাবি জানিয়েছেন এলাকাবাসী।