ব্যাঙ্কে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ মধুবনের কলেজ পড়ুয়া ছাত্র

আগরতলা, ১৬ অক্টোবর : কলেজ পড়ুয়া ছাত্র নিখোঁজ। প্রশাসন সহ রাজ্যবাসীর কাছে ছেলেকে ফিরে পেতে সহায়তার আর্জি জানালেন নিখোঁজ ছাত্রের মা-বাবা। নিখোঁজ কলেজ পড়ুয়া ছাত্রের নাম সায়ন সরকার। বাড়ি মধুবন এলাকায়।

জানা গিয়েছে, আমতলী থানার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার বাসিন্দা প্রণব সরকারের ছেলে সায়ন সরকার আগরতলা রাম ঠাকুর কলেজের ছাত্র। সে মঙ্গলবার সকালে মা বাবার কাছে ব্যাঙ্কে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু বিকেল হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় তার মা বাবা তাকে ফোন করলে মোবাইল সুইচ অফ পায়। আর তখনই সায়নের মা বাবার কিছুটা সন্দেহ হয়। সন্ধ্যা পর্যন্ত সমস্ত আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও সায়নের কোন সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সায়ন সরকারের বাবা প্রণব সরকার আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। প্রণব সরকার জানিয়েছেন সায়ন এর আগে কখনো এভাবে নিখোঁজ হয়ে যায়নি। যেখানেই যত সঠিক সময়ে বাড়িতে ফিরে আসত। কিন্তু মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আচমকা নিখোঁজ হয়ে যাওয়ায় তার গোটা পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। তাই সায়ন সরকারের বাবা প্রণব সরকার প্রশাসন সহ রাজ্যবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন তাদের একমাত্র ছেলেকে খুঁজে পেলে যেন পুলিশকে অবহিত করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *