কার্নিভাল অনুষ্ঠান ঘিরে ধুন্ধুমার কান্ড, থানায় একাধিক মামলা রুজু, গ্রেফতার ক্লাবের বাউন্সার

আগরতলা, ১৫ অক্টোবর : মায়ের গমন তথা কার্নিভাল অনুষ্ঠানে ধুন্ধুমার কান্ড। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে থানায় একাধিক মামলা রুজু করা হয়েছে। পিস্তল চালিয়ে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি ঘরে হামলার অভিযোগও উঠেছে।

জানা গিয়েছে, সোমবার রাতে কার্নিভাল অনুষ্ঠানে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনি সংলগ্ন এলাকায় চিত্তরঞ্জন ক্লাবের প্রতিমা নিয়ে যাওয়ার সময় চিত্তরঞ্জন ক্লাবের বাউন্সাররা চারজন শিশুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন অভিভাবকরা প্রতিবাদ করলে শিশু ও মহিলাদের উপর আক্রমণ করে চিত্তরঞ্জন ক্লাবের বাউন্সাররা। আহত হয় চারজন শিশু। পরে প্রতিবাদী অভিভাবক পুলিশের কাছে অভিযোগ জানায়। তারপর অভিযুক্ত বাউন্সারদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে অভিভাবকরা।

পরবর্তী সময় পুলিশের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয় অভিভাবকরা। কয়েক ঘন্টা পর গ্রেফতার হয় অভিযুক্ত এক বাউন্সার। তারপর অভিভাবকরা অভিযুক্ত বাউন্সারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা করে বাড়িতে যায়। মঙ্গলবার দুপুর বেলা মামলাকারী একজনের বাড়িতে গিয়ে চিত্তরঞ্জন এলাকার কিছু যুবক গিয়ে হুমকি ধামকি দেয়।

তাছাড়া ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ৩২ নং ওয়ার্ডের ২১ নং বুথ সভাপতি কিংকর সাহার হোটেলে গিয়ে ব্যাপক ভাঙচুর চালায় চিত্তরঞ্জন ক্লাব এলাকার কিছু যুবক। তারপর বুথ সভাপতি কিংকর সাহার বাড়িতে এসে লাঠি, রড সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে আক্রমণ করে। কিংকর সাহাকে মারধর করে। পিস্তল উঁচিয়ে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। শেষ পর্যন্ত পশ্চিম আগরতলা থানায় এসে আবারো মামলা করলেন কিংকর সাহা এবং তাঁর পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *