ধর্মনগর, ১৫ অক্টোবর : মদমত্ত স্বামীর মারে গুরুতর আহত হয়ে ধর্মনগর জেলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন গৃহবধূ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের পিয়ারাছড়া তিন নং ওয়ার্ড এলাকায়।
ঘটনার খবর পেয়ে পৌঁছে কদমতলা থানার পুলিশ। কদমতলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহত গৃহবধূকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। আহত গৃহবধূর নাম রত্না তেলেঙ্গা (৪০)। স্বামী বীরজু তেলেঙ্গা। কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বিমল দাস প্রাথমিক চিকিৎসার পর গৃহবধূর মাথার আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালের রেফার করেন। পাশাপাশি কদমতলা থানার পুলিশ গৃহবধূর স্বামী বীরজু তেলেঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন কদমতলা থানার এএসআই ডি এম চাকমা।