সাব্রুম, ১৫ অক্টোবর : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভেতরে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ৷ ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম রেলস্টেশনে৷ মৃত ব্যক্তির নাম অরুণ দেবনাথ৷ বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের উপতাখালি এলাকায়৷ ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা তদন্ত করছে সাব্রুম জিআরপি থানার পুলিশ৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে সাব্রুম স্টেশনে পৌঁছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ রেলের সমস্ত যাত্রী নেমে যাওয়ার পর আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ যখন তল্লাসি করছিল তখন দেখতে পায় একটি কামরায় সিলিং ফেনেরে সাথে ঝুলে আছে এক ব্যক্তির মৃতদেহ৷ মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালের মর্গে৷ পুলিশ তথ্য অনুসন্ধান করে জানতে পারে মৃত ব্যক্তির নাম অরুণ দেবনাথ৷ বাড়ি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের উপতাখালি এলাকায়৷ পুলিশ মৃতের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছে৷ এটি আত্মহত্যা নাকি খুন এনিয়ে প্রশ্ন উঠেছে৷ তবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ রেলের কামরায় মৃতদেহ উদ্ধারের খবরে সাব্রুম শহরে চাঞ্চল্য ছড়িয়েছে৷