আগরতলা, ৮ অক্টোবর : জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিশ চারটি বাইক উদ্ধার করেছে। আটক করতে পারেনি জুয়াড়ীদের। ঘটনা টাকারজলা থানার অধীন গমন ঠাকুর বাজারে।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার টাকারজলা থানার পুলিশ হানা দেয় গমন ঠাকুর বাজারে। বাজারের একটি কোনায় বেশ কয়েকজন জুয়াড়ী জুয়ার আসর বসিয়েছিল। এই আসরে তিন তাস, তীর, ঝান্ডি মুন্ডা থেকে শুরু করে মোবাইলের মাধ্যমে চলে অনলাইন জুয়া। দীর্ঘদিন ধরেই এই এলাকায় জুয়ার আসর বসায় একদল জুয়াড়ী। এই আসরে এসে সর্বস্বান্ত হচ্ছে এলাকার ছাত্র যুবক শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। সারাদিনের শ্রম দিয়ে অর্জিত টাকা এই আসরে উড়িয়ে নিঃস্ব হতে বাড়ি ফিরে যায় অনেকেই।
টাকারজলা থানার পুলিশ যে বিষয়টা জানে না এমন নয়। শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে পড়ে টাকারজলা থানার পুলিশ মঙ্গলবার জুয়ার আসরে হানা দেয়। পুলিশকে দূর থেকে দেখেই পালিয়ে যায় জুয়াড়ীরা। পুলিশ জুয়াড়ীদের পেছনে ধাওয়া করেও তাদের আটক করতে পারেনি। বাধ্য হয়ে পুলিশ জুয়াড়ীদের চারটি বাইক আটক করে থানায় নিয়ে আসে। তদন্তের স্বার্থে টাকারজলা থানার পুলিশ আটককৃত চারটি বাইকের নম্বর দিতে চায়নি।