স্কলারশিপ প্রদানে বিলম্বের জন্য দপ্তরের একাংশ আধিকারিকদের দায়ী করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৮ অক্টোবর : বকেয়া স্কলারশিপ অবিলম্বে প্রদান করার দাবিতে জনজাতি ছাত্রছাত্রীরা জনজাতি কল্যাণ দপ্তরের সামনে প্রতিবাদ বিক্ষোভ করার একদিন পরে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ছাত্রছাত্রীদের স্কলারশিপ বিতরণের পদক্ষেপ ত্বরান্বিত করার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা এই স্কলারশিপ প্রদানে বিলম্বের জন্য সংশ্লিষ্ট দফতরের একাংশকে দায়ী করেন।

তিনি বলেন, দপ্তরের কিছু কর্মকর্তার অবহেলার কারণে স্কলারশিপের অর্থ বিতরণে বিলম্বিত হচ্ছে। মন্ত্রী বিকাশ দেববর্মা আরও বলেন, দুই মাস আগে, আমি জনজাতি ছাত্রছাত্রীদে স্কলারশিপ বিতরণের জন্য প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেছি। ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী স্কলারশিপ পেয়েছে। বিলম্বের কারণ জানতে সচিব ও ডিরেক্টর এর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সমস্ত ছাত্র-ছাত্রীদের সঠিক নথি রয়েছে তারা আগামী দু’দিনের মধ্যে স্কলারশিপ পেয়ে যাবে। দপ্তরের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে স্কলারশিপের জন্য অনুরোধ জমা দেওয়ার বিষয়ে মন্ত্রী সত্যতা বজায় রাখার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি সকল অভিভাবক ও শিক্ষার্থীদেরকে স্কলারশিপ প্রাপ্তির জন্য জাল ইনকাম সার্টিফিকেট এড়াতে অনুরোধ করছি। মন্ত্রী আরও জানান অনলাইন পোর্টালটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত খোলা থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *