খোয়াইয়ে ইকো গাড়ি থেকে উদ্ধার বিয়ার ও বিলেতি মদ, গ্রেফতার পাঁচ

খোয়াই, ৮ অক্টোবর : গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার সাব-ইন্সপেক্টর সুকান্ত দেবের নেতৃত্বে চেবরী বাজারে টিআর০৬সি০৭৩৯ নম্বরের ইকো গাড়ি থেকে পুলিশ মঙ্গলবার সকালে একশোটি বিয়ারের বোতল উদ্ধার করেছে।

দশটি কার্টুনে ভরা ছিল এই বিয়ারের বোতলগুলি। প্রতিটিতে সাড়ে ছয়শ মিলিগ্রাম পরিমাণ বিয়ার রয়েছে। চালক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল পিন্টু দেববর্মা, অনিমেষ দেববর্মা ও দেবাশীষ দেববর্মা।

আরেকটি পৃথক অভিযানে এদিন খোয়াই থানায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সুভাষ পার্ক বাজারে টিআর০১বিএইচ০৭০৪ নম্বরের ইকো গাড়ি থেকে ৩৬ টি বিলেতি মদের বোতল উদ্ধার করেছে। কার্টুনে ভরা ছিল এই বোতলগুলি। দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৬৯ টিই ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *