আগরতলা, ৫ অক্টোবর : মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা নেতাজি চৌমুহনিতে কর্তব্যরত ট্রাফিক সাব ইনস্পেক্টর এবং কনস্টেবলকে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে শনিবার সদর জেলা কংগ্রেসের তরফে এসডিপিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে।
সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম বলেন, যেসব যুবক কর্তব্যরত ট্রাফিক পুলিশকে গালিগালাজ করেছে তারা বিজেপির কুখ্যাত বাইক বাহিনী, ছাপ্পা-ভোট কাস্টিং গ্যাংয়ের সদস্য। কর্তব্যরত ট্রাফিক পুলিশকে এই ধরনের হয়রানির মুখোমুখি যেখানে হতে হয় সেখানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি সরকারের অধীনে আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে তা প্রমাণিত।
শাহজাহান ইসলাম আরও অভিযোগ করেছেন যে ‘মুখ্যমন্ত্রী তাঁর দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন’, কারণ ঘটনাটি তাঁর নিজের নির্বাচনী এলাকায় ঘটেছে।
প্রসঙ্গত, সদর জেলা কংগ্রেস কমিটির সভাপতি তন্ময় রায়, প্রদেশ কংগ্রেস সম্পাদক শান্তিপ্রিয় ভট্টাচার্য, সঞ্জীব সূত্রধর, ওবিসি সেলের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, যুবনেতা শাহজাহান ইসলাম, সদর জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী রূপা রায় দাস, প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রেয়শী লস্কর, ছাত্রনেতা আমির হোসেন প্রমুখরা এদিনের প্রতিবাদ কর্মসূচীর নেতৃত্ব দেন।