ধর্মনগর, ৫ অক্টোবর : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের সীমান্ত এলাকা থেকে তিনজনকে আটক করেছে বিএসএফ। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। এর মধে একজন কয়েক বছর আগেই ভারতে প্রবেশ করেছে। বাকি দুই জন শুক্রবার অনুপ্রবেশ করেছে। ধৃতদের ধর্মনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
জানা গিয়েছে, কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দ্বারা আটক দুই বাংলাদেশী যুবক বলেছে যে ভারতে অনুপ্রবেশের তাদের উদ্দেশ্য ছিল দুর্গাপূজা দেখা। ধর্মনগর পুলিশ আধিকারিকদের মতে, সোহেল দাস এবং শ্যাম লাল দাস নামে চিহ্নিত ব্যক্তিরা শ্রীমঙ্গল এবং কমলপুর হয়ে অনুপ্রবেশ করেছে। এর জন্য দালালদের প্রত্যেকে পাঁচ হাজার টাকা দিয়েছে।
এদিকে গ্রেফতারকৃত দুই যুবকের দীর্ঘদিনের বন্ধু সুবুজ দাস বাংলাদেশের একই গ্রামের বাসিন্দা। সবুজ চার বছর আগে আসামের শিলচরে চলে এসেছিল। সেও বিএসএফের হাতে ধরা পড়ে। বর্তমানে মেকানিক হিসাবে কাজ করা সুবুজ দাসকে মালাকার বস্তি থেকে বিএসএফ আটক করেছে। সে তার বন্ধুদের আনতে সেখানে গিয়েছিল।