সরকারি নির্দেশিকা মেনে চলতে পূজো উদ্যোক্তাদের প্রতি আহ্বান পশ্চিম জেলার পুলিশ সুপারের

আগরতলা, ৩ অক্টোবর : ত্রিপুরা সরকার কর্তৃক নির্দ্ধারিত নির্দেশিকা মেনে চলার জন্য পূজো উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে। আসন্ন শারদোৎসব উপলক্ষে বৃহস্পতিবার মুক্তধারা অডিটোরিয়ামে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলা আরক্ষা প্রশাসন এই সভার আয়োজন করে।

এদিনের সভায় পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে আসন্ন দুর্গোৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি পুজা প্যান্ডেলে সবসময় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখার জন্য উদ্যোক্তাদের প্রতি অনুরোধে করেন। তাছাড়া সভায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার আশা প্রকাশ করেন এবারের দুর্গোৎসব জেলা প্রশাসন, আরক্ষা প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর ও ক্লাবগুলির সহযোগিতায় আনন্দময় হয়ে উঠবে। কারও সহযোগিতার প্রয়োজন হলে তিনি সিএম হেল্পলাইন ১৯০৫-এ ফোন করার আহ্বান জানান।

উল্লেখ্য, এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ড. বিশু কর্মকার, সদর মহকুমার এসডিপিও মানিকলাল দাস, আগরতলা পুর নিগমের ডেপুটি মিউনিসিপাল কমিশনার সুব্রত বণিক, সদর মহকুমার মহকুমা শাসক মানিকলাল দাস সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা, বিভিন্ন ক্লাব ও পুজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *