তেলিয়ামুড়া, ৩ অক্টোবর : পাথর বোঝাই গাড়িতে করে নেশা সামগ্রী পাচার করার পথে মুঙ্গিয়াকামী থানার পুলিশ বাজেয়াপ্ত করল বিপুল পরিমাণ ফেন্সিডিল ও এসকফ সিরাপ।
জানা গিয়েছে, মুঙ্গিয়াকামী থানার পুলিশের কাছে গোপনে খবর আসে বহিঃরাজ্য থেকে একটি পাথর বোঝাই গাড়ি বিপুল পরিমাণে নেশা সামগ্রী নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে এবং তার গন্তব্য আগরতলা। প্রাপ্ত খবরের উপর ভিত্তি করে মুঙ্গিয়াকামী থানার ওসি গৌতম দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং ডি.সি.এম বিশ্বজিৎ মজুমদার জাতীয় সড়কের ৪১ মাইল নাকা এলাকায় উৎ পেতে বসেন। এনএল০১এএফ৬১৮৭ নম্বরের গাড়িটি দেখামাত্রই পুলিশ গাড়িটি দাঁড় করিয়ে গাড়িতে থাকা পাথর আনলোড করে এবং দেখতে পায় ৫৪ টি গোলাপি রঙ্গের বাক্স এবং ১৮টি নীল বাক্স। পুলিশ তল্লাশি করে দেখতে পায় বাক্সগুলির মধ্যে বিপুল পরিমাণে ফেন্সিডিল এবং এসকফ সিরাপ রয়েছে।
মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানিয়েছেন, বাজেয়াপ্ত করা নেশা সামগ্রীর আনুমানিক কালোবাজারি মূল্য ৫০ লক্ষাধিক টাকা। তাছাড়া তিনি জানিয়েছেন, গাড়ি চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ। যদিও তদন্তের স্বার্থে এই নেশা সামগ্রীগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।