খোয়াই, ৩ অক্টোবর : মাদক বিরোধী অভিযানে খোয়াই থানার পুলিশ ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। কালোবাজারে আনুমানিক মূল্য প্রায় এগার লক্ষ টাকা বলে পুলিশের দাবি। গোপন সংবাদের ভিত্তিতে খোয়াই থানার পুলিশ বৃহস্পতিবার ভোরে চেরমা নাকা পয়েন্ট এলাকায় অভিযান বসে এই সাফল্য পায়।
পুলিশ জানিয়েছে, একটি নম্বরবিহীন ব্যক্তিগত গাড়িতে তল্লাসি চালিয়ে ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক রাঞ্জিত দেববর্মাকে গ্রেফতার করা হয়েছে। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনে গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে খোয়াই থানায়। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে চম্পকনগর থেকে কমলপুরের উদ্দ্যেশে পাচারের জন্য এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল।