তেলিয়ামুড়া, ৩০ সেপ্টেম্বর : পৃথক দুটি স্থানে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা রবিবার রাতে হাওয়াইবাড়ি নাকা ও তেলিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায়।
তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি কমলেন্দু ধর জানান, গোপন খবরের উপর ভিত্তি করে তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াইবাড়ি নাকা ও তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায়। হাওয়াবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পুলিশ সাত কেজি শুকনো গাঁজা ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। গাঁজা পাচারের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল রোশন কুমার (২৪), অঙ্গদ কুমার (৩৮), রাহুল কুমার (৩৫) এবং শিবম কুমার (২২)। এন.ডি.পি.এস আইনে মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে আগামীদিনেও এই ধরনের অভিযান জারি থাকবে।