বিশালগড়, ২৭ সেপ্টেম্বর : বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র প্রশাসনিক নিয়মনীতি দিয়ে বাল্যবিবাহ দূর করা সম্ভব নয়। শুক্রবার সিপাহীজলা জেলাভিত্তিক সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাহ অনুষ্ঠানের উদ্বোধন করে সমাজশিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী টিংকু রায় একথা বলেন।
মন্ত্রী টিংকু রায় জানিয়েছেন, ত্রিপুরার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আগামী ১ বছরের মধ্যে স্মার্ট ক্লাশের ব্যবস্থা করা হবে। তাছাড়াও ১০০ শতাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ২ লক্ষ ৯৭ হাজার ৮৫৭ জন শিশুকে সঠিক পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। তিনি বলেন, রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৩৩৪টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হয়েছে। এরমধ্যে জনজাতি অধ্যুষিত এলাকায় ১৫০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। আগামী ১ বছরে আরও নতুন ৮৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, বিশালগড় পুরপরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকায়স্থ, জিলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিস দাস, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা অরুণ দেববর্মা প্রমুখ।