বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগরতলা শহরে সাইকেল র‍্যালি ও পিস ওয়াক

আগরতলা, ২৬ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার রাজধানী আগরতলা শহরে সাইকেল র‍্যালি এবং পিস ওয়াক অনুষ্ঠিত হয়েছে। উজ্জয়ন্ত প্যালেসে সাইকেল র‍্যালি এবং পিস ওয়াকের ফ্ল্যাগ অফ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি ও রাজ্যপালের যুগ্ম সচিব রতন ভৌমিক সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, ত্রিপুরায় পর্যটন শিল্পের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি দেশি এবং বিদেশি পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করছে। প্রতিবছর যেভাবে রাজ্যে পর্যটকদের আগমনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে এই বিষয়টি স্পষ্ট প্রতিফলিত হচ্ছে।

তিনি আরও বলেন, ত্রিপুরা খুবই শান্তিপূর্ণ রাজ্য হিসেবে পরিচিত। আতিথেয়তার ক্ষেত্রেও রাজ্যের সুনাম শুধুমাত্র দেশ নয়, বিদেশের মাটিতেও প্রতিষ্ঠিত। তিনি রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের দৃশ্য উপভোগ করার জন্য ত্রিপুরায় আসতে দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরাকে সমগ্র বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্যের বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *