আগরতলা, ২৭ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী রাবার মিশনে গত ৪ বছরে ৪৬ হাজার ৮৬.৫৫ হেক্টর এলাকা রাবার চাষের আওতায় আনা হয়েছে। উপকৃত হয়েছেন ৫৬ হাজার ৪০০ জন জনজাতি অংশের মানুষ। আগামী বছর আরও প্রায় ২৩ হাজার হেক্টর এলাকা এই প্রকল্পে রাবার চাষের আওতায় আনা হবে। শুক্রবার জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাশিস দাস এই সংবাদ জানান।
সাংবাদিক সম্মেলনে রাবার বোর্ডের রাবার প্রোডাকশান কমিশনার ড. সিজু টি জানিয়েছেন, কেরালার পরেই রাবার উৎপাদনে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে। মুখ্যমন্ত্রী রাবার মিশন এখানে সাফল্যের সঙ্গে রূপায়ণ করা হচ্ছে। তিনি জানান, জনজাতি কল্যাণ দপ্তর থেকে ১০ জন জনজাতি ছাত্রকে কেরালায় ন্যাশনাল ইন্সস্টিটিউট ফর রাবার টেকনোলজি-তে পাঠানো হয়েছিল পোস্ট গ্রেজুয়েট ডিপ্লোমা ইন রাবার প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট পড়ার জন্য। এক বছরের এই কোর্সে তারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।
এদিকে, জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার দেওয়া তথ্য মোতাবেক জানা গিয়েছে, ২০২১ সালের ১৪ আগস্ট সিপাহীজলা জেলার পাথালিয়া ঘাটের তারাপদ পাড়ায় মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পের সূচনা হয়েছিল। প্রকল্পের শুরুতে ৩০ হাজার হেক্টর এলাকায় রাবার চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ৬৯ হাজার হেক্টর এলাকায় রাবার চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। পাঁচ বছরের জন্য নেওয়া এই প্রকল্প আগামী বছর শেষ হবে।