পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার দাবীতে আগরতলায় সড়ক অবরোধ বিভিন্ন কলেজের ফেল করা ছাত্রছাত্রীদের

আগরতলা, ১২ সেপ্টেম্বর : পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার দাবীতে গত কয়েকদিন যাবৎ রাজধানী আগরতলা শহরের বিবিএম এবং এমবিবি কলেজের ছাত্রছাত্রীরা কলেজটিলা এলাকায় আন্দোলন সংগঠিত করছে৷ কখনো এমবিবি বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে, কখনো রাজপথে অবরোধ আন্দোলন করছে৷ কিন্তু, তাদের দাবী পূরণ হচ্ছে না৷ বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরের অবলা চৌমুহনীতে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ওই একই দাবীতে সড়ক অবরোধ করেছে৷

সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে৷ পথচারীদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়৷ শত শত ছাত্রছাত্রী ওই এলাকায় সড়ক অবরোধ করেছে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে কথা বলে অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানায়৷ কিন্তু, কোন অবস্থাতেই তারা অবরোধ প্রত্যাহার করতে নারাজ৷ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বক্তব্য প্রথম সেমিস্টারের আশি শতাংশের বেশী ছাত্রছাত্রী পরীক্ষায় ফেল করেছে৷

তাছাড়া নির্ধারিত সময়ের ছয় মাস পর ফলাফল প্রকাশ করা হয়েছে৷ অন্যদিকে, তারা দ্বিতীয় সেমিস্টারে ভর্তি হয়ে পরীক্ষার প্রস্তুতিও নিয়ে নেয়৷ চলতি মাসেই দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা৷ এখন তাদের প্রথম সেমিস্টারের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং তাতে দেখা গিয়েছে প্রায় আশি শতাংশ ছাত্রছাত্রী ফেল করেছে৷ এই অবস্থায় তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাবে বলে তাদের আশঙ্কা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *