বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২,৯৮১ জন নির্মাণ শ্রমিককে এককালীন ৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা

আগরতলা, ১২ সেপ্টেম্বর : ত্রিপুরায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪২,৯৮১ জন নথিভুক্ত নির্মাণ শ্রমিককে এককালীন ৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ত্রিপুরা বিল্ডিং এন্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের সেস ফান্ড থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। তাতে মোট ব্যয় হবে ১৭ কোটি ১৯ লক্ষ ২৪ হাজার টাকা। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শ্রমমন্ত্রী টিংকু রায় এই সংবাদ জানান।

শ্রমমন্ত্রী জানান, সাম্প্রতিক বন্যায় রাজ্যের বিভিন্ন পেশায় নিযুক্ত শ্রমিকগণ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই গত বছরের তুলনায় এবছর তাদের পূজার বোনাস ও অনুদান কিছু বাড়িয়ে দেওয়ার জন্য শ্রম দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক পক্ষকে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া চলতি সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে বিভিন্ন জেলার শ্রম আধিকারীকের কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রমিকদের বোনাস ও অনুদান দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। এক্ষেত্রে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে ১০ জন বা তার অধিক শ্রমিক নিযুক্ত রয়েছেন সেখানে বোনাস আইন অনুযায়ী বোনাস দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার, মালিক ও শ্রমিক-এই ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের অধীনে নথিভুক্ত নির্মাণ শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তার সুবিধা প্রদানের লক্ষ্যে ৮টি বিভিন্ন প্রকল্পে ৮,৩১২ জনকে মোট ৫ কোটি ৩২ লক্ষ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স প্রকল্পে ২০২৩-২৪ অর্থবছরে ২৬ হাজার ৬৭০ জন সুবিধাভোগীকে চিকিৎসা পরিসেবা বাবদ মোট ২কোটি ৬৩ লক্ষ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *