বিশালগড়, ১২ সেপ্টেম্বর : ত্রিপুরা সরকার নাগরিকদের সুষ্ঠ পরিষেবা দেওয়ার জন্য ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছে। বৃহস্পতিবার সিপাহীজলা জিলা পরিষদের নবনির্বাচিত সদস্য-সদস্যাদের এবং নবনির্বাচিত জিলা পরিষদের সভাধিপতি ও সহকারি সভাধিপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিস্তর পঞ্চায়েত সরকারের প্রকল্প ও পরিষেবার সুবিধা নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম। রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিষ্ঠা ও সততার সঙ্গে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প রূপায়ণ করতে হবে। গ্রামপঞ্চায়েতগুলি শক্তিশালী হলে রাজ্যও শক্তিশালী হবে। রাজ্য শক্তিশালী হলে আমাদের দেশ আরও শক্তিশালী হবে।
প্রসঙ্গত, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি হয়েছেন সুপ্রিয়া দাস দত্ত এবং সহকারি সভাধিপতি হয়েছেন পিন্টু আইচ। বিশ্রামগঞ্জের শচীন দেববর্মণ স্মৃতি কলাক্ষেত্রে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে নবনির্বাচিত ১৭ জন জিলা পরিষদ সদস্যকে শপথবাক্য পাঠ করান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধিকর্তা প্রসূন দে। জিলা সভাধিপতি ও সহসভাধিপতিকে শপথবাক্য পাঠ করান গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ড. সন্দীপ আর রাঠোর।