পরীক্ষায় পাশ করানোর দাবীতে এমবিবি বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের

আগরতলা, ৫ সেপ্টেম্বর : এমবিবি এবং বিবিএম কলেজের পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীরা পাশ করানোর দাবীতে বৃহস্পতিবার আগরতলায় এমবিবি বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করলেন৷ পাশপাশি হুশিয়ারি দিয়েছেন যদি তাদের পাশ করিয়ে দেওয়া না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷

এদিন অবরোধ আন্দোলনস্থল থেকে ছাত্রছাত্রীরা জানিয়েছেন, প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণার আগেই দ্বিতীয় সেমিস্টারের জন্য এডমিশন নেয়া হয়েছে এবং পরীক্ষার সূচিও ঘোষণা দেওয়া হয়েছে৷ চলতি মাসেই তাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হবে৷ কদিন আগে প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল ঘোষণা দেওয়া হয়েছে৷ তাতে দেখা গিয়েছে কলা বিভাগের প্রায় আশি শতাংশ ছাত্রছাত্রী ফেল করেছে৷ তাদের অভিযোগ এত সংখ্যায় ছাত্রছাত্রী ফেল করতে পারে না৷ প্রয়োজনে ব্যাক আসতে পারে৷ কিন্তু ফেল করা অসম্ভব৷ তাই তারা অবিলম্বে তাদেরকে পাশ করানোর দাবী জানিয়েছেন৷

এই বিষয়টি নিয়ে এমবিবি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন তারা৷ কিন্তু, বিশ্ববিদ্যালয়ের গেইট লাগিয়ে রাখা হয়েছে৷ তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি৷ তাই তারা সড়ক অবরোধ আন্দোলনে শামিল হয়েছেন৷ এদিকে এই সড়ক অবরোধ আন্দোলনের খবর পেয়ে সেখানে পৌঁছ বিশাল সংখ্যায় পুলিশ৷ পরে বিকেল নাগাদ সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে৷ তবে কোন সমাধানসূত্র বের হয়নি বলে জানা গিয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *