আগরতলা, ৫ সেপ্টেম্বর : রাজধানী আগরতলা শহরের ইন্দ্রনগর হাইস্কুলের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত ব্যক্তির নাম মনীষ দেব ওররে শঙ্কু৷ বয়স আনুমানিক ৪৫ বছর৷ সাতসকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পরিবারের লোকজনের অভিযোগ মনীষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷
জানা গিয়েছে, প্রাতঃভ্রমণকারীরা এদিন সকালে ইন্দ্রনগর হাইস্কুলের পাশে মনীষ দেবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন৷ মৃতদেহে আঘাতের চিহ্ণ রয়েছে৷ সেইসাথে এসিড নিক্ষেপেরও দাগ রয়েছে৷ মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে মনীষের বাড়ির লোকজন ঘটনাস্থলে পৌঁছে৷ খবর দেওয়া হয় জিবি ফাঁড়ির পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পরিবারের লোকজনের অভিযোগ মনীষকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে৷ এদিকে, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷