মুহুরী নদীর পাড়ে বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকা দুটি দালান ঘর সিল করল বিলোনিয়া মহকুমা প্রশাসন

বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর : বন্যার কড়াল গ্রাসে বিপজ্জনক অবস্থার মাটির উপরে ঝুলে থাকা বিলোনিয়া মুহুরী নদীর ব্রীজ সংলগ্ন দুইটি বিল্ডিংয়ে বেশ কয়েকটি দোকান সিল করে দিল মহাকুমা প্রশাসন। যেকোন সময়ই ভাংতে পারে ব্লিডিংগুলি। যার ফলে জীবনহানির সম্ভাবনা রয়েছে।

সব কিছুর নিরিখে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিলোনিয়া মহাকুমা প্রশাসনের আধিকারিকরা গিয়ে সিল করে দিল দুইটি ব্লিডিং। মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে নোটিশ ঝুলিয়ে প্রতিটি দোকানে তালা দিয়ে সিল করে দেয়া হয়। ভারী বর্ষণের জেরে মুহুরী নদীর জল ভয়ঙ্কর রূপ ধারণ করে জলস্রোতে বয়ে নিয়ে যায় দুই পাড়ের বসতবাড়ি, দেবালয়, শ্মশান ঘাট, দোকানপাট, রাস্তাঘাট গাছপালা সবকিছুই। নদীর জলের গতিবেগের কারণে দুপাশের জায়গার মাটি নদীর গর্ভে চলে যাওয়াতে ব্লিডিং দুইটির নীচের মাটি সরে গিয়ে বিপদজনক অবস্থার মধ্যে রয়েছে।

জনস্বার্থে ও মালিকদের স্বার্থে এই বিল্ডিং দুটি সিল করে দেওয়া হয়েছে বলে জানান বিলোনিয়া অতিরিক্ত মহকুমা শাসক আশীষ বিশ্বাস। তিনি আরো জানান যতদিন না পর্যন্ত ব্লিডিং গুলি পূর্ত দপ্তরের মাধ্যমে সংস্কার না হচ্ছে এবং বিপজ্জনক অবস্থা থেকে মুক্ত সার্টিফিকেট না পাচ্ছে ততদিন পর্যন্ত ব্লিডিংগুলো বন্ধ থাকবে বলে জানান অতিরিক্ত মহাকুমা শাসক। এছাড়া এইদিন অতিরিক্ত মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন ডিসিএম সনদ দেওয়ান, ডিসিএম সঞ্জয় শীল ও অরিজিৎ পাল সহ অন্যান্য আধিকারিকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *