সুভাষনগরে নয় বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, আটক সতের বছরের কিশোর

আগরতলা, ৫ সেপ্টেম্বর : আগরতলা শহরতলীর সুভাষনগর এলাকায় নয় বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ আটক করা হয়েছে সতের বছরের কিশোরকে৷ ঘটনাকে কেন্দ্র করে বুধবার মধ্যরাতে ওই এলাকায় তীব্র উত্তেজনার সৃষি হয়েছে৷ এলাকার লোকজন কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিযুক্তের৷

নাবালিকার মা জানিয়েছেন, তিনি কিছু সময়ের জন্য মেয়েকে ঘরে রেখে বাইরের রাস্তায় গিয়েছিলেন৷ কিছুক্ষণ পরে ঘরে এসে দেখতে পান ভিতর দিয়ে দরজা লাগানো৷ পিছনের দিকের দরজার দিকে গেলে তিনি দেখতে পান প্রতিবেশী এক কিশোর সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে৷ অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছিল ওই কিশোর৷ ঘরে গিয়ে নাবালিকা মেয়েকে জিজ্ঞেস করলে সে জানায় ওই কিশোর তার শরীরের উপর উঠেছিল৷

নাবালিকার ওই কথা শুনে তার মা বুঝতে পারে যে মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল ওই কিশোর৷ সাথে সাথেই ওই কিশোরকে আটক করে প্রচন্ড মারধর করা হয়৷ খবর পেয়ে সেখানে পৌঁছে পুলিশ৷ উত্তেজিত জনতার হাত থেকে কোনওরকমে উদ্ধার করে থানায় নিয়ে যায়৷ এই ব্যাপারে একটি মামলা নেয়া হয়েছে৷ এলাকার লোকজন অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *