ধর্মনগর , ২৮ অগাস্ট : মহিলার গলা থেকে দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরবাসীদের মধ্যে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে বুধবার সকালে।
ধর্মনগর পুর পরিষদের চন্দ্রপুর এলাকার বাসিন্দা রত্না কর(৫৬) বুধবার সাত সকালে বিস্কুট আনতে বাড়ির পাশের মুদির দোকানে যান। তখন বাইকে চেপে আসা অজ্ঞাত পরিচিত দুই যুবক ওই দোকানে এসে একটি প্লাস্টিক ক্যারি ব্যাগ চায়। দোকান মালিক তাদেরকে ক্যারি ব্যাগ দিতে দোকানের অপরপ্রান্তে যেতে না যেতেই দোকানে বসে থাকা মহিলা রত্না করের গলা থেকে দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যায় যুবকরা। তৎক্ষণাৎ মহিলার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলেও ছিনতাইকারীদের খোঁজে পাওয়া যায়নি।
এদিকে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা জেনে একটি ছিনতাইয়ের মামলা নিয়ে তদন্ত শুরু করে।সাত সকালে ধর্মনগর শহর থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। সাথে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।