স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ত্রিপুরায় বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ঔষধ সরবরাহ

আগরতলা, ২৫ আগস্ট : স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে রাজধানী আগরতলা শহর সহ ত্রিপুরার বিভিন্ন বন্যা কবলিত স্থানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন জেলা প্লাবিত হওয়ায় জল দূষণের আশঙ্কা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশিকাও জারি করেছে।

রাজধানী আগরতলা শহরের প্রতিটি ত্রাণ শিবিরে আশ্রিত সকলের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় সমস্ত ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। তাছাড়া বন্যা কবলিত এলাকায় বসবাসকারী বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা খোঁজখবর নিচ্ছেন। আগরতলা পুর নিগমের ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্তের তত্বাবধানে রবিবার ২০নং ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি হেলথ টিম পরিদর্শন করেন। প্রেসার চেক করা সহ বিভিন্ন উপসর্গের জন্য ঔষধ দেওয়া হয়। পাশাপাশি ব্লিচিং পাউডারের প্যাকেট প্রত্যেক বাড়িতে দেওয়া হয়।

এদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এক্স হেন্ডেলে বলেন, আমি আবারও বন্যা কবলিত বা বন্যামুক্ত এলাকার জনগণের প্রতি আবেদন রাখছি যে এই সময় ব্যাপক হারে জলবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। জল পান করার আগে অবশ্যই জীবাণুমুক্তকরণ প্রয়োজন। সরকারের উদ্যোগ থাকা সত্ত্বেও, এই বন্যাজনিত পরিস্থিতিতে যেখানে পরিশ্রুত জলের অভাব থাকবে, সেখানে জল পান করার আগে অবশ্যই ভাল করে ফুটিয়ে পান করুন, তাতে কিছুটা ঝুঁকি কম হবে। আপনার স্বাস্থ্যের সুরক্ষা ও নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। এই মুহূর্তে সতর্কতা অবলম্বনই আমাদের জীবনের সুরক্ষা কবচ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *