বৃষ্টিতে ত্রিপুরার জনজীবনে ছন্দপতন, রাজধানী আগরতলার রাজপথ জলমগ্ন, দুর্ভোগ চরমে

আগরতলা, ১৯ আগস্ট : সোমবার সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টিতে ত্রিপুরার জনজীবনে ছন্দপতন ঘটেছে৷ রাজধানী আগরতলা শহর সহ প্রত্যেক জেলাতেই এদিন বৃষ্টিপাত হয়েছে৷ আগরতলা শহরের বিভিন্ন এলাকায় রাজপথ জলমগ্ন হয়ে পড়েছে৷ যান চলাচল যেমন বিঘ্নিত হয়েছে তেমনি পথচারীদেরও মারাত্মক সমস্যায় পড়তে হয়েছে৷

শহর আগরতলার বেশ কয়েকটি রোড জলমগ্ণ হয়ে পড়ায় দোকানপাটও খোলা সম্ভব হয়নি৷ সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে৷ সন্ধ্যারাত পর্যন্ত চলছে বৃষ্টি৷ রাজপথের পাশের ড্রেনগুলি জলে পরিপূর্ণ হয়ে রাস্তায় উঠে গিয়েছে জল৷ পাম্প মেশিন দিয়ে রাস্তার জল সরানোর কাজ চলছে৷ তবে কয়েকঘন্টা যাবৎ জল আটকে আছে৷ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, আগরতলা শহরে স্মার্ট সিটির প্রকল্পে কাজ হচ্ছে৷ কোথায় কাজ হচ্ছে৷ দুর্ভোগ তো কমছে না৷ জমা জলের যন্ত্রণা ট্রেডিশনে পরিণত হয়েছে রাজধানী আগরতলাবাসীর৷ এদিকে, বৃষ্টিতে গোমতী জেলার বৈরাগী দোকান থেকে করবুক রাস্তায় একটি বড় গাছ ভেঙ্গে পড়ে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়েছে৷ ঘটনার খবর পেয়ে করবুক মহকুমা দুর্যোগ মোকাবিলার টিম ও বন দপ্তরের কর্মীরা গাছ সরিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *