বিদ্যুৎ পরিষেবা নিয়ে টিএসইসিএলের আধিকারিককে স্মারকলিপি কৈলাসহর নাগরিক ফোরামের

কৈলাসহর, ১৯ আগস্ট : বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান। কৈলাসহর নাগরিক ফোরামের এক প্রতিনিধি দল সোমবার দুপুরে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) এর সহকারী ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ বসুর কাছে কৈলাসহরের বিদ্যুৎ বিভাগের অফিসে বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে স্মারকলিপি পেশ করেছে।

স্মারকলিপিতে এই অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে কৈলাসহরের জনগণের অভিযোগ তোলে ধরা হয়েছে। নাগরিক ফোরাম টি.এস.ই.সি.এল-কে সমস্যাগুলি সমাধানের জন্য এবং এই অঞ্চলে যথাযথ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। ডেপুটেশনকারীরা সাই কম্পিউটার কর্মকর্তাদের সংস্থার সাথে নিয়মিত বৈঠক করে পরিষেবার মান উন্নয়নের জন্যও দাবী জানিয়েছে। নাগরিক ফোরাম সতর্ক করেছে যদি বেসরকারি বিদ্যুৎ সংস্থা তাদের বিদ্যুৎ পরিষেবার মান অনতিবিলম্বে উন্নত করতে ব্যর্থ হয়,তাহলে তারা কৈলাসহরে একদিনের প্রতীকী ধর্মঘট ডাকতে বাধ্য হবেন এবং তাতেও পরিষেবার মান উন্নত না হলে অনির্দিষ্টকালের জন্য কৈলাসহর বনধের ডাক দেওয়া হবে।

স্মারকলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের বিশিষ্ট সদস্য প্রাণতোষ রায়, দেবেশ সিনহা, অসীম পাল, পার্থ দেবনাথ, সুদীপ নাথ, রত্নপ্রদীপ চক্রবর্তী, মাধব পাল এবং ভাস্কর ঘোষ অধিকারী। ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ বসু প্রতিনিধিদলকে আশ্বাস দেন যে, তিনি অভিযোগের সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেবেন এবং কৈলাসহরের বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য ব্যাবস্থা নেবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *