আমতলীর রানীরখামারে স্ত্রীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে খুন, স্বীকারোক্তি স্বামীর

আগরতলা, ১৯ আগস্ট : রাজধানী আগরতলা শহরের কাছে আমতলী থানার অধীন রানীরখামার এলাকায় সরি দেববর্মা হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন মৃতার স্বামী বিশ্বজিৎ দেববর্মা৷ সোমবার পুলিশের উপস্থিতিতে হত্যাকান্ডের মহড়া দিয়েছেন অভিযুক্ত বিশ্বজিৎ দেববর্মা৷ আসামী বিশ্বজিৎ স্বীকার করেছে যে তিনি তার স্ত্রী সরি দেববর্মাকে নিজ ঘরেই গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে৷

প্রসঙ্গত, শনিবার সকালে রানীরখামার এলাকায় নিজের বসতঘরে সরি দেববর্মা (৩০) নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়৷ মৃতার স্বামী বিশ্বজিৎ দেববর্মা প্রথমে বলেছিলেন যে তার স্ত্রী আত্মহত্যা করেছে৷ পুলিশ বিশ্বজিৎকে আটক করে জোর জিজ্ঞাসাবাদ করে৷ একসময় পুলিশের জেরায় ভেঙ্গে পড়ে বিশ্বজিৎ দেববর্মা এবং তিনি স্বীকার করেন যে গলায় গামছা পেঁচিয়ে স্ত্রী সরি দেববর্মাকে খুন করেছে৷ পুলিশ একটি হত্যা মামলা নিয়ে বিশ্বজিৎ দেববর্মাকে গ্রেফতার করে৷ সোমবার দুপুরে আমতলী থানার পুলিশ বিশ্বজিৎ দেববর্মাকে বসতবাড়িতে নিয়ে যায় এবং সেখানে গেলে বিশ্বজিৎ দেববর্মা মহড়া দিয়েছে যেভাবে সে তার স্ত্রী সরি দেববর্মাকে খুন করেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *