উদয়পুর, ১৬ আগস্ট : নিহত শিক্ষক অভিজিৎ দে-র হত্যার মূল আসামী সহ মহিলা থানার ওসি ও মহকুমা হাসপাতালের চিকিৎসকের শাস্তির দাবি জানিয়ে গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠকের অফিস ঘেরাও কর্মসূচি পালন করেন গোমতী জেলার কংগ্রেস নেতাও কর্মীরা।
শুক্রবার দুপুরে কংগ্রেস দলের জেলা সভাপতি টিটন পালের নেতৃত্বে মিছিল করা হয়। মিছিলটি উদয়পুর শহরের সেন্ট্রাল রোড হয়ে সারা শহর পরিক্রমা করে কয়লার মাঠ হয়ে গোমতী জেলা পুলিশ সুপারের অফিসের সামনে গিয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন কংগ্রেস দলের নেতা ও কর্মীরা। পরবর্তী সময়ে গোমতী জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে পাঁচজনের এক প্রতিনিধি দল পুলিশ সুপার নমিত পাঠকের সঙ্গে দেখা করে দাবি জানানো হয় উদয়পুর মহিলা থানার ওসি আলপনা সরকার ও মহাকুমা হাসপাতালের সেই দিনের যে চিকিৎসক কর্তব্যরত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার।
পাশাপাশি গত ৮ ই আগস্ট উদয়পুরের বিশিষ্ট শিক্ষক অভিজিৎ দে -কে উদয়পুর পোল্ট্রি রোডের শাসক দলের এক কর্মী শংকর কর্মকার সহ আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছেন কংগ্রেস দলের প্রতিনিধিরা। যদি অভিজিৎ দে -কে যারা হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি না দেওয়া হয় তবে আগামী দিনে কংগ্রেস দলের পক্ষ থেকে উদয়পুর মহকুমায় বনধ ডাকা হবে বলে জানান। এদিকে পুলিশ সুপার নমিত পাঠক জানিয়েছেন এখনো পর্যন্ত তিনজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে। বাকিদেরও জালে তুলতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে টিটন পাল জানায়েছেন।