কদমতলা, ১৬ আগস্ট : উত্তর ত্রিপুরার কদমতলা থেকে চুরাইবাড়ি যাওয়ার পথে একটি ট্রাককে পাস দিতে গিয়ে দুর্ঘটনার কবলে টুকটুক (ইরিক্সা) চালক। আহত টুকটুক চালকের নাম প্রবীর মালাকার। বাড়ি কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডে।
এই বিষয়ে প্রবীর মালাকারের ছোট ভাই জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কদমতলা থেকে নিজের টুকটুক নিয়ে চুরাইবাড়ির দিকে যাচ্ছিলেন প্রবীর মালাকার। দয়ানন্দ আশ্রমের সামনে যাওয়ার পর বিপরীত
দিক থেকে আসা একটি ট্রাককে পাস দিতে গিয়ে টুকটুকটি গর্তে পড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। তাতে গুরুতর আহত হন টুকটুক চালক। তার একটি পায়ের বেশ কিছু জায়গা থেকে মাংস সরে গিয়েছে। এই ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী আহত চালককে সেখান থেকে উদ্ধার করে কদমতলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে প্রবীর মালাকারের। জানা গেছে, তিনি নিজেই টুকটুকের মালিক ও চালক।