যাত্রীদের সাথে অভব্য আচরণ করায় বাস চালকের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের

বিশালগড়, ১৬ আগস্ট : যাত্রীদের সাথে অভব্য আচরণ করায় বাস চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন যাত্রীরা। ঘটনা শুক্রবার দুপুরে সিপাহীজলা জেলার বিশালগড়ে।

জানা গিয়েছে, টিআর০৩-১৪৪২ নম্বরে র একটি বাস উদয়পুর থেকে আগরতলা যাচ্ছিল। গাড়িতে কার্তিক দাস সহ একাধিক যাত্রীরা উদয়পুর থেকে আগরতলা যাওয়ার লক্ষ্যে গাড়িতে চড়ে। বিশালগড় ব্রীজ চৌমুহনি এলাকায় এসে বাসটি প্রায় কুড়ি মিনিট নাগাদ দাঁড়িয়ে থাকে যাত্রীর উদ্দেশ্যে। হঠাৎ কার্তিক দাস সহ একাধিক যাত্রীরা গাড়ির চালক তপন দেবনাথকে দীর্ঘক্ষণ গাড়িটি দাঁড়িয়ে না রেখে আগরতলার উদ্দেশ্যে রওনা দিতে বলেন। আর তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে চালক তপন দেবনাথ। গাড়িতে থাকা যাত্রীদের সাথে বিশ্রী ভাষায় গালিগালাজ করেন।

এদিকে যাত্রীরা চালকের বিশ্রী ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ শুরু করতে থাকলে ক্ষিপ্ত হয়ে উঠে চালক। এমনকি যাত্রীদের দেখে নেওয়ার হুমকিও দেয়। জানা যায় আগরতলা- উদয়পুর সড়কে চলাচল করা একাধিক বাস গাড়ির চালকের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ তুলতে শুরু করেন যাত্রীরা। অধিক পরিমাণে ভাড়া, ক্যাপাসিটির তুলনায় অধিক যাত্রী বহন করা। প্রতিনিয়ত রাস্তা দিয়ে ওভারটেক করা সহ বিভিন্ন রকম অভিযোগ তুলতে শুরু করেন যাত্রীরা। তাদের এই দ্রুতগতিতে ছোটাছুটি করাতে সড়কে একাধিক যান দুর্ঘটনা ঘটে বলে মনে করেন জনগণ। পরবর্তী সময়ে ক্ষিপ্ত হয়ে একাধিক যাত্রীরা চালক তপন দেবনাথের বিরুদ্ধে যাত্রীদের সাথে বিশ্রী ভাষায় গালিগালাজ করার অভিযোগ এনে বিশালগড় থানার দারস্থ হন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *