বিলোনিয়া, ১২ আগস্ট : কর্মস্থল থেকে বাড়ি ফেরা হল না মহিলার। আগরতলা -সাব্রুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হল ওই মহিলার। মৃতার নাম স্বপ্না মজুমদার। বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকলে চারটা নাগাদ বিলোনিয়া মুহুরী নদীর উপর রেল ব্রীজ সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, রেলে কাটা পড়ে মহিলার মৃত্যু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআর থানার পুলিশ। এরপর রেল লাইন থেকে স্বপ্না মজুমদারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বিলোনিয়া হাসপাতালের মর্গে। স্বপ্না মজুমদার সেরিকালচার দপ্তরে গ্ৰুপ-ডি পদে কর্মরত। কর্মস্থল থেকে রেল লাইন ধরে বাড়িতে যাওয়ার সময় রেলে কাটা পড়ে মৃত্যু হয় তাঁর। প্রতিদিনই রেল লাইন দিয়ে হেঁটে বাড়িতে যাযন বলে রেল লাইনের পাশে থাকা এলাকাবাসীরা জানান। এর আগেও রেলে কাটা পড়ার হাত থেকে কোনক্রমে বেঁচে যান তিনি। আজ আর শেষ রক্ষা হল না। স্বপ্নাদেবীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।