বিলোনিয়া, ১২ আগস্ট : আগুন নিভাতে গিয়ে বেহাল রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া দমকল বাহিনীর গাড়ি। পরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা কেউ জলের পাইপ কাঁধে কেউ দমকল কাঁধে নিয়ে ছুটতে থাকেন। প্রায় ৫০০ – ৭০০ মিটার রাস্তা দৌড়ে গিয়ে স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গিয়েছে, সোমবার বিলোনিয়া থানার অন্তর্গত ভারত চন্দ্র নগর ব্লকের আই সি নগর গ্রাম পঞ্চায়েতের মাছুয়ারখীল এস বি স্কুলে মিড ডে মিল রান্নার সময় আগুন লেগে যায়। ঘটনার খবর প্রায় সাড়ে বারটায় বিলোনিয়া থেকে অগ্নিনির্বাপক দপ্তরের গাড়ী নিয়ে কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। মূল রাস্তা থেকে মাছুয়ারখীল স্কুলে যাওয়ার পথে রাস্তার বেহাল দশার কারণে আগুন নেভাতে যাওয়া গাড়ী দুর্ঘটনার কবলে পড়ে রাস্তায় আটকে যায়। পরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা কেউ জলের পাইপ কাঁধে কেউ দমকল কাঁধে নিয়ে ছুটতে থাকেন। প্রায় ৫০০ – ৭০০ মিটার রাস্তা দৌড়ে গিয়ে স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিলোনিয়া ফায়ার সার্ভিসের জনৈক আধিকারিক জানান, রাস্তার বেহাল দশার কারণে গাড়ি মাঝ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে। দমকলের গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার বিষয়ে বিলোনিয়া মহকুমা শাসক এবং বিলোনিয়া পিডব্লিওডি আধিকারিকদের কাছে একটি ডজার দিয়ে গাড়িটি উঠানোর ব্যাবস্থা করার কথা বলা হলে আধিকারিকরা জানান ভোট গণনার কারণে তারা এখন কোন সাহায্য করতে পারবেনা। ভোট গণনা শেষ হলে বিষয়টি দেখবেন বলে আধিকারিকরা জনান।
পরে বিলোনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা নিজেদের প্রচেষ্টায় ড্রজার ভাড়া করে আগুন নিভানোর কাজে ব্যাবহৃত একমাত্র বড় গাড়িরি উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করে। যদিও সন্ধ্যা ছয়টা পর্যন্ত শত চেষ্টা করেও গাড়িটি উদ্ধার করা যায়নি বলে খবর। এই সময়ে বিলোনিয়ার অন্যত্র অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কোন গাড়ি নেই বলে সূত্রের মাধ্যমে জানা গেছে। যদিও একটি নতুন গাড়ি আনা হয়েছে তবে সেটি এখনো ট্রায়েলই করা হয়নি বলে জানা গিয়েছে।