পাঁচ কুখ্যাত চোর ও এক নেশা কারবারিকে আটক করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ

আগরতলা, ১২ আগস্ট : রাজধানী আগরতলা শহরে পাঁচ কুখ্যাত চোর ও এক নেশা কারবারিকে আটক করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ রবিবার রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি পরিতোষ দাস৷ সোমবার প্রত্যেককে আদালতে সোপর্দ করা হয়েছে৷

ওসি পরিতোষ দাস জানিয়েছেন, সম্প্রতি আগরতলার কাছে বড়জলা স্কুল থেকে কিছু কম্পিউটার যন্ত্রাংশ এবং সিলিং ফ্যান চুরি হয়েছিল৷ এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল৷ সেই সুবাদে পুলিশ তদন্তে নেমে পাঁচ কুখ্যাত চোরকে আটক করেছে৷ ধৃতরা রাজেশ দেবনাথ, যদুমণি গুপ্ত, শানু দেব, সমীর বিন এবং বিলাষ গুপ্ত৷ তাদের কাছ থেকে চুরি যাওয়া সিলিং ফ্যান বাজেয়াপ্ত করা হয়েছে৷ ওসি পরিতোষ দাস আরও জানিয়েছে, রবিবার রাতে শহরের রাধানগর এলাকা থেকে এক নেশা কারবারিকে আটক করা হয়েছে৷ তার কাছ থেকে বেশ কিছু নেশা সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়েছে৷ ধৃত নেশা কারবারির নাম বিপ্লব বনিক৷ তাকেও সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি পরিতোষ দাস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *