বোকাফা ব্লকের অধীনে সবগুলি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীরা জয়ী

বিলোনিয়া, ১২ আগস্ট : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বোকাফা ব্লকের পঞ্চায়েত সমিতির একটি আসনে, কাঞ্চননগর পঞ্চায়েতের ২ টি আসনে ও পূর্ব বগাফা পঞ্চায়েতের ৬টি আসনে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়েছিল। আজকের ভোটের ফলাফলে দেখা গিয়েছে গনদেবতারা বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেছেন।

বোকাফা ব্লকের অধীনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েতে ১ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী ভোট পেয়েছেন ২৩৩ ও তিপ্রামথা দলের প্রার্থী জৈন মালা ত্রিপুরা ১৫০ ভোট পেয়েছেন। একই পঞ্চায়েতের ২ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী রিনা সরকার ভোট পেয়েছেন ২৩৭টি ও তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী বাজন্তী জমাতিয়া ১৫১ টি ভোট পেয়েছেন।

বোকাফা ব্লকের অধীনে পূর্ব বোকাফা গ্রামপঞ্চায়েতের ৪ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী লক্ষ্মী বালা দেবনাথ ভোট পেয়েছেন ৮০টি ও তিপ্রামথা দলের প্রার্থী সুব্রজি রিয়াং ভোট পেয়েছেন ৫৫ টি। ৫নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী নির্মল রিয়াং ভোট পেয়েছেন ৭৮টি। এই আসনে তিপ্রামথা দলের প্রার্থী কমল রিয়াং ভোট পেয়েছেন ৬৭ টি। ৬ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী সিমা দাস ভোট পেয়েছেন ৭৬ টি ও তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী গীতা দাস ভোট পেয়েছে ন৬৯ টি। ৭ নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী শ্যামল দাস ভোট পেয়েছেন ১৮৮ টি তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী সঞ্জয় দাস ভোট পেয়েছেন ৩৪ টি। ৮ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী রাকেশ দাস ভোট পেয়েছেন ১৭৮ টি, তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী পবিত্র কুমার দাস ভোট পেয়েছেন ৪০ টি। ৯ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী দুলাল দাস ভোট পেয়েছেন ৩৩ টি তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী সুনিল চন্দ্র দাস ভোট পেয়েছে ৩০ টি। অপরদিকে বোকাফা ব্লকের পঞ্চায়েত সমিতির ৫ নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃষ্ণা রিয়াং ভোট পেয়েছেন ৩৮৩ টি, তিপ্রামথা দলের মনোনীত প্রার্থী রসবন্তী রিয়াং ভোট পেয়েছেন ২০৭ টি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *