বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত বিলোনিয়ার খর্গ পাড়ার খানিক ত্রিপুরার পরিবার

বিলোনিয়া, ১২ আগস্ট : বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ির তিনটি ঘর। রান্নাঘরের গ্যাস সিলেন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। রবিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহকুমাধীন উত্তর কলাবাড়িয়া খর্গপাড়া খানিক ত্রিপুরার বাড়িতে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। সেই সময় দাউ দাউ করে জ্বলছে আগুন। এমন সময় আরেকটি গ্যাস সিলেন্ডার ফেটে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে খানিক ত্রিপুরার একটি বসত ঘর সহ রান্না ঘরে। দমকল বাহিনীর কর্মীরা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।

চোখের সামনে নিমিষেই ঘর সহ পুড়ে যায় ঘরের জিনিসপত্র। পাশাপাশি কৃষিজ যন্ত্রপাতি, দমকল, স্কুটি সহ নগদ টাকা, স্বর্নালঙ্কার ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও তবে পঁচিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অগ্নিকান্ডের ঘটনার বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। সরকারিভাবে পরিবারটি এখনো কোনো ধরনের সহযোগিতা পায়নি বলে খবর।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *