সাব্রুম, ৬ আগস্ট : বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ঘিরে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রধানমন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা প্রদান করেন। শুরু হয় আন্দোলনকারীদের জয়ের উল্লাস। তৎসঙ্গে সরকারি সম্পদ নষ্ট করা ও হিন্দুদের উপর অকথ্য নির্যাতন চলছে। এই পরিস্থিততে যাতে কোন রকম অবৈধ অনুপ্রবেশ না হয় সেই লক্ষ্যে ত্রিপুরার সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর উপরেও দেখা গেল ভিন্ন চিত্র। যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটতো সেখানে ভ্রমণকারীদের উপস্থিতি পরিলক্ষিত হয়নি। মৈত্রী সেতুর উপর দেওয়া হয়েছে কাঁটাতারের আনুমানিক ৫-৭ লেয়ারের ব্যারিকেট। অতন্দ্র প্রহরীর মত বিএসএফ জওয়ানরা নজর রাখছে মৈত্রী সেতু সহ সংলগ্ন এলাকায়। সাব্রুম থানার পক্ষ থেকে মোতায়েন রয়েছে টিএসআর জওয়ান এবং পুলিশ। সাব্রুম থানার পুলিশ আধিকারিক মরণ বৈদ্য জানান, সীমান্তে যেকোন ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখতে বিএসএফের সাথে তাল মিলিয়ে কাজ করে যাবে পুলিশও।