উদয়পুর, ৬ আগস্ট : রেল ন্রিজে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল শ্রমিকের। ঘটনাটি ঘটেছে গোমতী জেলার উদয়পুরের শালগড়ায়। মৃত শ্রমিকের নাম সুরেশ বাল্মিকী দাস। বয়স ৩৫ বছর।
জানা গিয়েছে, মঙ্গলবার উদয়পুর মহকুমার শালগড়া রেল ব্রিজে কাজ করতে গিয়ে ছিটকে পড়ে যায় এক শ্রমিক। এই ঘটনা দেখে অন্যান্য শ্রমিকরা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই শ্রমিককে উদ্ধার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে উদয়পুর থেকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি গাড়ি ছুটে যায় শালগড়া রেল ব্রিজ এলাকায়।
নদীতে পড়ে যাওয়া শ্রমিককে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ওই শ্রমিককে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বল ঘোষণা করেন। জানা গিয়েছে শ্রমিকের নাম সুরেশ বাল্মিকী দাস। বয়স ৩৫ বছর। বর্তমানে সুরেশ বাল্মিকী দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।