যৌতুকের জন্য নির্যাতিতা গৃহবধূর আত্মহত্যা, কাঠগড়ায় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন

সোনামুড়া, ২৭ জুলাই : যৌতুকের দাবীতে গৃহবধূকে নির্যাতন করে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ উঠল সরকারি কর্মচারী স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত গৃহবধুর নাম পুনম মজুমদার। বয়স চব্বিশ বছর। স্বামীর নাম রাজীব দেব।

জানা গিয়েছে, রাজীব দেব সরকারি কর্মচারী এবং আদালতে কর্মরত রয়েছেন। তাদের বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়ার রবীন্দ্রনগরে। পুনম মজুমদারের বাপের বাড়ি উদয়পুরে। মৃত পুনমের মায়ের অভিযোগ বিয়ের পর থেকেই রাজীব দেবের পরিবারের যৌতুকের চাহিদা বাড়তে থাকে। ছেলে সরকারি কর্মচারী হওয়ায় দুদিন পরপর তারা যৌতুকের দাবি জানাতো এবং নির্যাতন করত। বর্তমানে পুনমের আড়াই বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু তারপরও তার ওপর নির্যাতন কমত না।

স্বামীর বাড়ির লোকজনের শারীরিক এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে পুনম শুক্রবার শ্বশুরবাড়িতে বিষ পান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে মহাকুমা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে আনা হয়েছিল। জিবি হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় পুনমের মৃত্যু হয়। পুনমের মৃত্যুর পর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ করেছেন পরিবারের লোকজন। এমনকি মায়ের মৃতদেহ দেখতে তাঁর আড়াই বছরের ছেলে সন্তানকে হাসপাতালে আনেনি শ্বশুর বাড়ির লোকেরা। জানা গিয়েছে খুব শীঘ্রই থানায় অভিযোগ দায়ের করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *