আগরতলা, ২৭ জুলাই : অগ্নিকান্ড পুড়ে ছাই পোল্ট্রি ফার্মের গোডাউনের সমস্ত কিছু। ঘটনা শনিবার আগরতলার মধুবন এলাকায় এস এস পোল্ট্রি ফার্মের গোডাউনে।
জানা গেছে ফার্মের গোডাউনে আচমকা শনিবার সকাল দশটা নাগাদ ভয়াবহ অগ্নি সংযোগ ঘটে। ফার্মের কর্মরত শ্রমিকরা প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করেন। ঘটনার সময় ফার্মের মালিক অমল বনিক নিজেও উপস্থিত ছিলেন। খবর দেওয়া হয় আনন্দনগর অগ্নি নির্বাপকদপ্তরের কর্মীদের। খবর পাওয়া মাত্রই অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা একটি দমকলের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে।
পরে আগুনের ভয়াবহতা দেখে খবর দেওয়া হয় বাধারঘাট এবং মহারাজগঞ্জ বাজার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। পরে সেখান থেকেও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে। একসাথে তিনটি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে ব্যাবহার করা হয়। টানা তিন ঘন্টা চেষ্টার ফলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনা খবর চাউর হতেই এলাকাবাসীরাও ছুটে এসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের সাহায্য করেন।
এদিকে ফার্মের মালিক অমল বনিক জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১০-১২ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গিয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমতলী থানার পুলিশও। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পোল্ট্রি মুরগির ফার্মের এত বড় একটি প্রজেক্ট রয়েছে অথচ আগুন প্রতিরোধ করার মত কোন সুবিধা নেই এই ফার্মে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের ধারণা যদি এই ফার্মে আগুন প্রতিরোধ করার কোন সুবিধা থাকতো তাহলে এত বড় ক্ষতির সম্মুখীন হতে হত না।