আগরতলা, ২৭জুলাই : শিলচর থেকে আগরতলাগামী ট্রেনের এসি কামরায় অগ্ণিকান্ড৷ ঘটনা যোগেন্দ্রনগর স্টেশনে৷ মুহুর্তের মধ্যেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ যাত্রীরা ট্রেন থামার সাথেসাথেই নেমে পড়েন৷ কারো কোন ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে৷ পরে ট্রেনটি আগরতলা স্টেশনের উদ্দেশ্যে চলে যায়৷
জানা গিয়েছে, শনিবার নির্ধারিত সময়েই যোগান্দ্রেনগর স্টেশনে এসে পৌঁছে ট্রেনটি৷ ট্রেনের একটি এসি কামরায় ধূয়া বেরুতে দেখে যাত্রীদের মধ্যে দৌড়ঝাপ শুরু হয়ে যায়৷ যে যার মত করে ট্রেন থেকে নামতে শুরু করে৷ এমনিতে যোগেন্দ্রনগর স্টেশনে স্টপেজ থাকে৷ তার মধ্যে আগুনের ঘটনায় যাত্রীরা যারা আগরতলা স্টেশনে যাওয়ার কথা তাদের অনেকেই এসি কামরা থেকে যোগেন্দ্রনগর স্টেশনে নেমে পড়েন৷ কোনও রকমে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে বড় ধরনের কোন অঘটন ঘটেনি৷ কিন্তু, যাত্রীদের মধ্যে মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ কিভাবে অগ্ণিকান্ডের সূত্রপাত সেই ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে পারেননি ট্রেনের কর্মীরা৷